আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ১৪-১০-২০২৫ বিকাল ৪.০০ ঘটিকায় প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এবং নিন্মলিখিত কোম্পানীরগুলোর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচলনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব বজলুর রশীদ এমবিই।
এই যুগান্তকারী চুক্তির মাধ্যমে আমরা একযোগে কাজ করব:
* Pinnacle Power Ltd.
* Gornvalle CNG Ltd.
* Shahjalal CNG Ltd.
* Apace Filling Ltd.
* Marco Plus Gas Station
* Sagor Soikot CNG Filling Station
* Sarina CNG Ltd.
উল্লেখিত কোম্পানী গুলোর পক্ষে ডিরেক্টর জনাব আব্দুস সাকুর চৌধুরী এবং ডাঃ মোঃ ওয়াসিউল হুদা (এমবিবিএস,এমবিএ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এবং প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর করেন । এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর সচিব , ডিএমডি(প্রধান কার্যালয়) , সিএফও ও গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগের প্রধান ও অন্যান্য নির্বাহীগণ।
চুক্তি সম্পাদিত কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতার প্রতিশ্রুতিতে আমরা বদ্ধপরিকর । এই অংশীদারিত্ব আমাদের সমস্ত সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করবে।
সকল অংশীদারকে অভিনন্দন এবং একসঙ্গে পথ চলার জন্য শুভকামনা!