জনাব আব্দুল মালিক কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক এবং দেশে ও বিদেশে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি Surrey Bangladesh Welfare Association, Uk. এর সভাপতি ছিলেন। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (Surrey Region) এর সভাপতি । বর্তমানে তিনি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডে এর একজন উদ্যোক্তা পরিচালক এবং ২০০৮ -২০০৯ সাল এবং ২০১৪-২০১৯ সাল পর্যন্ত কোম্পানীর চেয়ারম্যান ছিলেন ।